জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উদ্ভোধনী অনুষ্ঠানের ফটো গ্যালারী
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই স্লোগানকে সামনে রেখে উদ্ভোধন করা হলো জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ (১০ অক্টোবর হতে ০৯ নভেম্বর)। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কৃষি পরিবারের অভিভাবক কৃষিবিদ মোহাং নাছির উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক (শস্য), অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), উপজেলা কৃষি অফিসার (লক্ষ্মীপুর সদর/রামগঞ্জ), কৃষি সম্প্রসারণ অফিসার (রায়পুর), উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, এসএএও, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অত্র জেলার কৃষক ভাইয়েরা । অনুষ্ঠানে ইঁদুর দমনে বক্তারা বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। ইঁদুর দমনে সবচেয়ে বেশি অবদান রাখায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃষক মোঃ নাহিদ উদ্দিন চট্টগ্রাম অঞ্চলে ৩য় এবং লক্ষ্মীপুর জেলায় ১ম স্থান অধিকার করায় তাকে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অভিনন্দন ও পুরস্কৃত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস