Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে”..................মাননীয় প্রধানমন্ত্রী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লক্ষ্মীপুর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম! কৃষি বিষয়ক যেকোন সমস্যায় উপজেলা কৃষি অফিস অথবা কৃষি কল সেন্টারের ১৬১২৩ নম্বরে বা কৃষক বন্ধু সেবার ৩৩৩১ নম্বরে কল করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ!  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা পেতে  বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস)-এ  ক্লিক করুন  এবং ফসলের মাঠে বালাই আক্রান্ত হলে সঠিক ডোজ  সহ বালাইনাশকের নাম তাৎক্ষনিক জানতে বালাইনাশক নির্দেশিকা ওয়েবসাইটে  ক্লিক করুন। 


ভিশন ও মিশন

ভিশনঃ ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

মিশনঃ টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকা নির্ভর, চাহিদা ভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।